কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জাতীয় শোক দিবস পালিত
কামরুল হাসান।।
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বারের সভাপতিত্বে সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দিথী খাতুন পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, এসএমসি সদস্য রাধাপদ ঘোষ, গণপতি বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, এরশাদ আলী, শিক্ষার্থী অর্ণবী পাল রিয়া, মোহিত লাল বিশ্বাস, সুরাইয়া খাতুন, খান নাজিব উদ্দীন, বুশরা হোসেন, বিউটি, অথৈ পাল রিংকু, পার্থ পাল, সুমাইয়া ইয়াসমিন, ইয়াকিন আয়ান, তানহা প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।
Please follow and like us: