জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন বিষয় সম্পাদক এড. ওসমান গণি, উপ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, শিক্ষা ও মানবস¤পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য মুন্নি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ ও রেজাউল ইসলাম রেজা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাংস্কৃতিক বিষয় সম্পাদক শামিমা পারভীন রতœা, পৌর আ’লীগের সভাপতি নাসেরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম খান বাবু, যুগ্ম আহবায়ক এহসান হাবীব অয়ন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন জুয়েল, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি আবির হাসান ও সাধারণ সম্পাদক শাহিন আলম বাবু, ছাত্রলীগ নেতা খায়রুল আরাফাত, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আশিক, পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাসীর ও সাধারণ সম্পাদক শিতল, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক শাহিন আলম, ছাত্রলীগ নেতা মেহেদী, সোহাগ, সানজির, বাসার প্রমূখ। আলোচনা সভার পূর্বে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হক।