দেবহাটা প্রেসক্লাবের মাসিক সভা ও শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
দেবহাটা প্রেসক্লাবের মাসিক সভা ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। শোক দিবসের আলোচনা সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মুজিবর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ, যুগ্ন-সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য সুমন বাবু, দিপঙ্কর বিশ্বাস, মিজানুর রহমান, লিটন ঘোষ বাপ্পি, সজল রহমান, সহযোগী সদস্য উত্তম কুমার প্রমুখ।
পরে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্য্যনির্বাহী কমিটির মাসিক সভায় সংগঠনের বিগত দিনের আয়-ব্যায়, গঠনন্ত্রের ২টি ধারা সংশোধন, নিয়মিত মাসিক চাঁদা আদায় ও যোর্থ হিসাবের মাধ্যমে সঞ্চয়ী খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।