ভোরে শ্যামলীতে ট্রাকের সংঘর্ষ, নিহত ২
রাজধানীর শ্যামলীতে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রনি ট্রাকের হেলপার। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকনগর গ্রামের আবুল কাশেমের ছেলে। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রনিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যজনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
রনিকে ঢামেকে নিয়ে আসা উজ্জ্বল জানান, শ্যামলী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হলে এক ট্রাকের হেলপার রনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Please follow and like us: