সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মেধাবী ছাত্রের
ফারুক সাগর(তালা প্রতিনিধি):
খুলনার মহাসড়কে মোটর সাইকেল ও ট্রাকের মুুখোমুখি সংঘর্ষে পাটকেলঘাটার এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় খুলনার ময়ুরি ব্রিজ সংলগ্ন জয় বাংলা মোড়ে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম মেজবাহ উদ্দীন জাহিন(২৪)। সে তালা উপজেলার জুজখোলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। জাহিন চীনের একটি বেসরকারী কলেজে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করত বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জাহিন মটর সাইকেল যোগে বাড়িতে আসছিল। ওই সময় জয়বাংলা মোড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জাহিনের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক তার ফুফাতো বোনাইকে মারাত্বক আহত অবস্তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। মেধাবী ছাত্রের এই মৃত্যুতে গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার বাদ জোহর নামাজের পর মহুরুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।
Please follow and like us: