দেশী মুরগি পালনের উপকরণ বিতরণ
তালা প্রতিনিধি:
তালার মাগুরা ইউনিয়ন পরিষদে দেশী মুরগিসহ মুরগি পালনের উপকরণ বিতরণ করা হয়েছে । সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) উদ্যোগে এ সকল উপকরণ বিতরণ করা।
এ সময় ২০টি পরিবারের মধ্যে ২০টি মুরগি, একটি মুরগি পালনের কাঠের বাক্স,পটসহ এক থান নেট বিতরণ করা হয় (১১আগস্ট) সকালে।
নির্বাহী পরিচালক (সাস) শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সুশীল কুমার ঘোষ ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার ময়নুল ইসলাম,পরিমল সরকার,রেজাউল করিম প্রমুখ ।
বাংলাদেশ এনজিও ফাইন্ডেশনের অর্থায়নে তালা সদর ইউনিয়ন এবং মাগুরা ইউনিয়নে সীমিত পরিসরে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
Please follow and like us: