কমরেড রতন সেনের ৩০তম হত্যাবার্ষিকী আজ
নিউজ ডেস্ক:
প্রখ্যাত কমিউনিস্ট নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদক ম-লীর সদস্য ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড রতন সেনের ৩০তম হত্যাবার্ষিকী রবিবার। ১৯৯২ সালের ৩১ জুলাই খুলনার ডিসি-এসপি অফিসের সামনে ঘাতকরা নির্মম নিষ্ঠুরভাবে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে।
কমরেড রতন সেনের জন্ম ১৯২৩ সালের ৩ এপ্রিল। তিনি ১৯৪২ সালে বিএল কলেজ থেকে জেলে বসে ডিস্টিংশনসহ বিএ পাশ করেন। তিনি ছিলেন তৎকালীন কলেজের ছাত্র নেতা। ১৯৪৩ সালে বটিয়াঘাটা বয়ারভাংগার বিশ্বম্ভর স্কুলে ও পরে রূপসার আজাগড়া স্কুলে শিক্ষকতা করেন। রাজনৈতিক কারণে ৫০ বছর রাজনৈতিক জীবনে ২৩ বছর তিনি জেলে অথবা আত্মগোপনে ছিলেন।
কমরেড রতন সেনের হত্যাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটি রোববার বিকেল ৪টায় শহীদ হাদিস পার্কের সামনে পি সি রায় রোডে জমায়েত, কমরেড রতন সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও হত্যা ন্যায় বিচারের দাবিতে লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া রতন সেন পাবলিক লাইব্রেরি, রতন সেন কলেজিয়েট স্কুল, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, টিইউসি, কৃষক সমিতি, ক্ষেত মজুর সমিতি, উদীচীসহ বিভিন্ন গণসংগঠন শ্রদ্ধা নিবেদন এবং নানা কর্মসূচির আয়োজন করেছে।