তালার আবুল কালাম আজাদকে কারাদন্ড প্রদান
ফারুক সাগর(তালা প্রতিনিধি):
তালার সরুলিয়া ইউনিয়নের আবুল কালাম আজাদকে এক বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গত ১৪ জুলাই খুলনা আমলী আদালত-৪ এর বিচারক সরোওয়ার আহম্মেদ মামলার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। প্রতারণার দায়ে আদালত তাকে কারাদণ্ডে দণ্ডিত করেছে ।
আদালতের মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী বাগেরহাটের মাছুম বিল্লাহ্। আসামীর পূর্ব পরিচিত হওয়ায় বাদীর কাছ থেকে তিন লাখ ৭০ হাজার টাকা ধার নেন আসামী আবুল কালাম আজাদ। সেজন্য একটি চেকও প্রদান করেন মাছুম বিল্লাহ্কে। কিন্তু সময় মত টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করেন আসামী। পরবর্তীতে বাদী টাকা ফেরতের জন্য মামলার আশ্রয় নেয়। প্রায় দুই বছর চলা মামলাটি দু’জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিজ্ঞ আদালত আসামীকে এক বছর তিন মাসের দণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে দুই মাসের কারাদণ্ডে দন্ডিত করেন।
মামলা পরিচালনাকারী খুলনা আদালতের আইনজীবী তারিক মাহমুদ জানান, রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তিনি আরও বলেন সে একজন প্রতারক ও ভয়ানক বাটপার প্রকৃতির লোক। এ সময় তিনি অনুরোধ করেন তাকে কোথাও দেখামাত্র পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য ।
Please follow and like us: