যশোরে পাট চাষি সমাবেশে জেলার শ্রেষ্ঠ ১৫ জন চাষিকে সংবর্ধনা
আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–
যশোরে পাট চাষি সমাবেশে জেলার শ্রেষ্ঠ ১৫ জন চাষিকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ‘সোনালী আঁশের সোনার দেশ মুজিব বর্ষে বাংলাদেশ’ স্লোগানে পাট চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় যশোরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন পাট অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার।
তিনি বলেন, গ্রাম পর্যায়ে আমরা পাট চাষিদের মাঝে পাটের যে গুনগতমান তা পৌঁছে দিব। সব কৃষকের মাঝে পাট চাষ করার জন্য সকল প্রকার সামগ্রী দেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম সরোয়ার তালুকদার ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ও সদর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন।
সমাবেশে সদর উপজেলায় সেলিম রেজা ও হুমায়ন কবির, চৌগাছা উপজেলায় গাজিয়ার রহমান ও নজরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলায় সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আলী জিন্নাহ, শার্শা উপজেলায় মিজানুর রহমান ও আজিজুর রহমান, মণিরামপুর উপজেলায় সিরাজুল ইসলাম ও গোবিন্দ কুমার বিশ্বাস, কেশবপুর উপজেলায় আব্দুল জলিল ও রবিউল ইসলাম, অভয়নগর উপজেলায় মনিরুল গাজী, বাঘারপাড়া উপজেলায় আবু বাক্কার ও গোলাম মোস্তফাকে শ্রেষ্ঠ চাষি হিসাবে ক্রেস্ট ও স্প্রে মেশিন দেয়া হয়।