ব্যাংদহা বাজারের পুরাতন যৌলুস ফিরিয়ে আনতে সবকিছু করা হবে -জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরা সদরের ঐহিত্যবাহী মোকাম ব্যাংদহা বাজার এলাকার প্রাণকেন্দ্র ছিল। নদীর অববাহিকায় অবস্থিত হওয়ায় বাজারটি বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের অংশগ্রহনে এলাকার মানুষের চাহিদা পুরনের পাশাপাশি দূরবর্তী ও বিভিন্ন জেলা ও কোলকাতার সাথে সুন্দর ব্যবসায়িক সম্পর্কে বাজারটি ছিল খুবই উন্নত। কিন্তু আজকে নদীর নব্যতা হারিয়ে বাজারের যৌলুস অনেকটা ম্লান হয়ে গেছে। বর্তমানে আধুনিক যুগে এসে বাজারে নতুন নতুন ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটি ব্যবসায়ীদের আশা আকাঙ্খা পুরনে কাজ করবে এ প্রত্যাশা আমাদেরসহ ব্যবসায়ীদের রয়েছে। তিনি বিভিন্ন বক্তার দাবী ও বাজারের সার্বিক পরিবেশের কথা উল্লেখ করে বলেন, বাজারের নিরাপত্তা ব্যবস্থা, টয়লেট সমস্যা, পয়ঃ নিস্কাশন সমস্যার সমাধানে আমরা সচেষ্ট থাকবো। মসজিদের বরাদ্দ, চাঁদনী সেট সংস্কার হবে। তিনি নব নির্বাচিত কমিটিকে সকল সমস্যা ও ব্যবসায়ীদের পাশে থেকে তাদের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করতে আহবান জানিয়ে বলেন, পদ্মা বিড়ম্বনা এখন শেষ হয়েছে, আগামীতে ব্যবসায়ীদেরকে ঢাকা থেকে মালামাল এনে পাইকারী ও খুচরা ন্যায্যমূল্যে বেচাকেনা নিশ্চিত করতে হবে। কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে, আমরাও সকল ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাব। শুক্রবার (২২ জুলাই) বিকালে ব্যাংদহা বাজার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও বিশ্বজিৎ বাছাড়ে স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুনর রশিদ, পল্লী চেতনার প্রতিষ্ঠাতা পরিচালক আনিছুর রহমান, সাঊেশ ইউপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, সাবেক মেম্বার নজরুল ইসলাম, ইউপি সদস্য আবু ছালেক। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি জমায়েত হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি আঃ রাজ্জাক, যুগ্ম সম্পাদক গাউছুল আজম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, ডাঃ সুমল কুমার সরকার, মইনুল ইসলাম, অশোক কুমার র্দাশ, কামাল হোসেনসহ সকল সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়।