তালা উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্রটি পরিত্যক্ত প্রায়

শেখ ইমরান হোসেন ::
সাতক্ষীরার তালার একমাত্র বিনোদন ও পর্যটনকেন্দ্র হলেও খোলা জানালা ইকো পার্কটি রক্ষণাবেক্ষণ অভাবে বর্তমানে পরিত্যক্ত প্রায়। ঐতিহাসিক স্থান কেন্দ্রিক ইকো পার্কটি গড়ে তুললেও নানা সংকটে সেটি এখন বিলুপ্তির পথে। বিনোদন পিয়াসুদের অভিমত পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকাও নিত্য দর্শনার্থী সমাগম কমে যাওয়ার অন্যতম কারণ।   স্থানীয়দের অভিযোগ এসকল বিষয়ে উপজেলা প্রশাসন একেবারেই উদাসীন।
তথ্যানুসন্ধানে জানা যায়,২০১৭ সালে তৎকালীন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেনের উদ্যোগে ও সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের নেতৃত্বে প্রথম খোলা জানালা নামে ইকো পার্কটি আলোর মুখ দেখলেও সুষ্ঠু তদারকির অভাবে লোক সমাগম কমে পার্কটি এখন অচল প্রায়।
স্থানীয় তরিকুল ইসলাম ইসলাম জানান, তালা উপজেলার গোপালপুর এলাকায় তৎকালীন জমিদার ছিলেন অবলা কান্ত ঘোষ। অবলা কান্ত ঘোষ, বলয় ঘোষ, রবি ঘোষ ও উৎপল ঘোষের বাবা সুরেন ঘোষ ছিলেন সে সময়কার খুলনা জেলার চেয়ারম্যান। তৎকালীন প্রভাবশালী এ পরিবারটি দেড়শ বছর আগের কোনো এক সময়ে তালার গোপালপুর এলাকায় গড়ে তোলেন জমিদারি রাজত্ব। সব মিলিয়ে এলাকায় তাদের সাতশ বিঘা জমি ছিল। যা এখন দখল করে নিয়েছে বিভিন্ন মানুষ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সময় হঠাৎ রাতের আধারে পরিবার পরিজন নিয়ে জমিদার অবলা কান্ত দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান। তারপর থেকে তাদের কেউ আর এখানে ফিরে আসেননি। এরপর থেকে ধীরে ধীরে সব দখলে নিতে শুরু করে স্থানীয় মানুষ। পরে অনেকে জাল দলিল তৈরি করে নিজের জমি বলে দাবি করেন। দুটি পরিবার সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে সেখানে স্থায়ী বসবাসও শুরু করেন। তবে তৎকালীন জেলা প্রশাসকের হস্তক্ষেপে কিছুটা সরকারি দখলে আসলেও পরবর্তীতে আবার একই চিত্র দেখা যায়।
খাইরুল আলম নামের একজন দর্শনার্থী জানান, খোলা জানাল ইকো পার্কটি আগের মত পরিচ্ছন্ন নেই। ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী মানুষেরা এখানে অবসর সময় কাটাতে আসতেন। তবে যথেষ্ট বিনোদেনের ব্যবস্থা না থাকায় মানুষ এখন আসেনা এখানে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিলো। নতুন অর্থবছরের বরান্দ এখনো পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া মাত্র এই বিনোদন কেন্দ্রটি দ্রুত সংস্কার করা হবে। স্থানটি সরকারিভাবে সার্বক্ষণিক দেখভাল করা ব্যবস্থা করা হবে জানান তিনি।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)