বুড়িগোয়ালিনীতে সিসিডিবির থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে খাবার পানি বিতরণ
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে সিসিডিবি স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের মধ্যে জরুরী সাড়া প্রদান হিসেবে খাবার পানি বিতরণ করেছে। পূর্ণিমার জোয়ারে সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার পরিবার নিরাপদ খাবার পানির সংকটে পড়েছে। অন্তত ছয়টি গ্রাম লবনপানিতে প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১৪.০৭.২০২২) রাতে উচ্চ জোয়ারের সময় নদীর পানির প্রবল চাপের কারণে ১৫০ ফুট বেড়িবাঁধ ধসে, ২০০০ বিঘা ফসলি জমি এবং চিংড়ি ঘের ভেসে যায়। জরুরী সাড়া প্রদান হিসেবে, প্রকল্পটি ১৮ জুলাই, ২০২২ থেকে পোড়াকাটলা, দুর্গাবাটি, টুঙ্গিপাড়া, বিলাইত এবং আড়পাঙ্গাশিয়ার গ্রামের মানুষের মধ্যে পানীয় জল বিতরণ শুরু করে এবং এটি আগামী ৭-১০ দিন অব্যাহত থাকবে। এখন পর্যন্ত (২১.০৭.২০২২) মোট ১০০০ জন স্বেচ্ছাশ্রমে বাধ মেরামত শ্রমিক এবং ৩০০ পরিবারের পানি পেয়েছেন। সিসিডিবি থেকে এই ধরনের সহযোগিতা পেয়ে ভুক্তভুগিরা খুশি। পানি বিতরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিভিন্ন স্টেকহোল্ডার যেমন ইউপি সদস্য, স্থানীয় নেতা, স্বেচ্ছাসেবক, কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টার (CCRC) ওয়্যারের সদস্য এবং প্রকল্পের ম্যানাজার এস এম মনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগন এই বিতরণে উপস্থিত এবং সহায়তা করেছেন।
Please follow and like us: