শ্যামনগরে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহনে মানবাধিকার ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে হিজড়া জনগোষ্ঠীর সিএসও সংগঠনের সদস্যদের নিয়ে মানবাধিকার ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ২১ শে জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাখেন সাবেক শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিশ্চিয়ান এইডের কারিগরী সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের তাদের নায্য দাবী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌছানোর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ সকলের যৌথ উদ্যোগ না হলে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে না। একটি দেশের সুশাসন নিশ্চিত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন”। এমন একটি প্রকল্প নিয়ে কাজ করার জন্য বাস্তবায়নকারী সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার (বন্ধু) এবং দাতা সংস্থাদের উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার (বন্ধু ) এর বিভাগীয় সমন্বয়কারী রকিবুল ইসলাম, ফ্যাসিলিটেটর পাখি দত্ত ও রুবায়দুল হক।
২ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহন করেন শ্যামনগর উপজেলার সুন্দরবন হিজড়া কল্যান সংস্থার ২৫ জন হিজড়া সদস্য। প্রশিক্ষণে,সুশাসন, জেন্ডার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি, এডভোকেসী, নেতৃত্ব বিষয়ক আলোচনা করা হয়। সর্বোপরি হিজড়াদের দায়িত্ব এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Please follow and like us: