ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে দাবানল
আন্তর্জাতিক ডেস্কঃ
তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে ইউরোপ। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠার পর সেখানে দাবানলের তীব্রতা বাড়ছে। সাতদিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
জানা গেছে, স্পেন ও পর্তুগালে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দাবানলের কারণে ফ্রান্সের গিরোন্ডে অঞ্চলে ১২ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে, স্প্যানিশ সীমান্তের কাছে উত্তর পর্তুগালের ফোজ কোয়া এলাকায় পানি দিয়ে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলটের মৃত্যু হয়েছে।
দক্ষিণ স্পেনের কোস্টা দেল সোলের কাছে মিজাস পাহাড়ে ছড়িয়ে পড়া দাবানলের কারণে প্রায় দুই হাজার ৩০০ লোককে এলাকা ছাড়তে বাধ্য হন। যেখানে বেশ কয়েকটি প্লেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার থেকে এখন পর্যন্ত পর্তুগালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। স্পেনেও রয়েছে ৪০-এর ওপর। পর্তুগালে দাবানলে পুড়েছে ৩০ হাজার হেক্টরের বেশি এলাকা।
ফ্রান্সের গিরোন্ডে অঞ্চল দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ এলাকার ১২ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। শহর-গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ফ্রান্সে ১০ হাজার হেক্টর এলাকাজুড়ে ছড়িয়েছে দাবানল। তিন হাজার কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সাম্প্রতিক তাপপ্রবাহে দেশটিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
ইতালিতে দাবানল ছড়িয়ে পড়ার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির কর্তৃপক্ষ। গ্রিসের ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানল থামাতেও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দাবানলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মরক্কোসহ আরও কয়েকটি দেশও।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহতার প্রভাব এসব দেশে পড়ছে।