তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ভারতে চিকিৎসাধীন মিনহাজুল আর্থিক সহায়তা প্রদান
জহর হাসান সাগরঃ
সাতক্ষীরার তালা উপজেলায় মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষথেকে হতদরিদ্র মিনহাজুল ইসলাম এর চিকিৎসা সহায়তার চেকপ্রদান।
শনিবার ১৬ জুলাই সকালে তালার বে সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশন তালা এর ভারতে চিকিৎসাধীন মিনহাজুল ইসলাম এর মাতা নাছিমা বেগম এর হাতে চিকিৎসা সেবার জন্য চেক প্রদান করেন মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক নিগার সুলতানা নিপা।
এ সময় শেখ মিনহাজুল ইসলাম এর মায়ের কাছে মানব উন্নয়ন ফাউন্ডেশন তালা এর পক্ষে ৫,০০০/- টাকার চেকপ্রদান করা হয়।
শেখ মিনহাজুল ইসলাম (১১) পাইকগাছা উপজেলার কপিলমুনি সনাতনকাটি গ্রামের হতদরিদ্র বাস ড্রাইভার শফিকুল ইসলামের একমাত্রপুত্র। মিনহাজুল ইসলাম এর দেওয়াল চাপা পড়ে কিডন থেকে প্রশাব এর রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যার পরবর্তীতে ক্যানল দিয়ে পেট ছিদ্র করে প্রস্রাব এর রাস্তা বাহিরে ব্যাগের মধ্যে দেওয়া হয়। মিনহাজুল ইসলাম এখন ভারতের ভেলরে সি,এম,সি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপারেশন ছাড়া তার চিকিৎসা সম্ভব নয় প্রচুরটাকার প্রয়োজন।
এসময় আরো উপস্হিত ছিলেন মানউন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ট্রাতা তালাসদরের সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম, বিশিষ্ট পশুচিকিৎসক মোঃ মহাতাব উদ্দীন শেখ,ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু। মানব উন্নয়ন ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যানে নিবেদিত হয়ে দীর্ঘদিন সেবা প্রদান করে আসছেন বলে জানা গেছে।
এ বিষয়ে শেখ মিনহাজুল ইসলাম এর মা নাছিমা বেগম জানান তার ছেলে এখন কলকাতার ভ্যালরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখনো তিন চার লাখ টাকার প্রয়োজন। ছেলের সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি।
Please follow and like us: