পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্কঃ
অর্থনীতির নাজুক পরিস্থিতির জন্য জোটের সমর্থন হারিয়ে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তবে দেশটির প্রেসিডেন্ট সার্গিও মাতারেল্লা প্রধানমন্ত্রীর পদত্যাগে সম্মতি না দিয়ে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট দ্রাঘি গতবছরই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এক বছরের মাথায়ই অর্থনীতির নাজুক পরিস্থিতি জন্য তাকে পদত্যাগের কথা ভাবতে হচ্ছে।- দ্যা গার্ডিয়ানের।
মূলত দ্রাঘিকে সমর্থনকারী একটি রাজনৈতিক জোট তার প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর পদত্যাগের ঘোষণা দেন তিনি।
দ্রাঘি বলেন, সরকারের পেছনে জাতীয় ঐক্যের জোটের যে সমর্থন ছিল, তা এখন আর নেই।
Please follow and like us: