সাতক্ষীরার ভোমরায় রাধাগোবিন্দ মন্দিরে মূর্তি স্থাপন
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার ভোমরায় পুরাতন হাটখোলা সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দের মূর্তি (বিগ্রহ) স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শতাধিক ভক্তের উপস্থিতিতে এই মূর্তি দুইটি স্থাপন করা হয়। মূর্তি স্থাপন উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ভাগবত আলোচনা, মূর্তি দুটির প্রাণ প্রতিষ্ঠান, চক্ষুদান , পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ।
ভোমরা রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র ঘোষ জানান, প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভোমরায় একটি দুর্গা মন্দির ছাড়া অন্য কোন মন্দির স্থাপন হয়নি। তাই স্থানীয় ভক্তদের সাথে আলোচনা করে প্রথমে মন্দিরটি স্থাপন করি। বৃহস্পতিবার সকালে মন্দিরে রাধা গোবিন্দর মূর্তি (বিগ্রহ) স্থাপন করা হয়েছে।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্দিরের সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার ঘোষ, ভক্ত পরিতোষ কুমার ঘোষ, সূর্যকান্ত চ্যাটার্জি, আরতি ঘোষ, গোবিন্দ চ্যাটার্জি, গোবিন্দ সরদার, হরিপদ সরদার, রামপদ সরদার, কিনু বিশ্বাস ও বিন্দা সাহসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ পুরোহিত সহ এলাকার শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: