চীনে হাসপাতালে এলোপাথাড়ি ছুরি হামলা, আহত ৪
আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ের একটি হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি ছুরি হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
শনিবার (৯ জুলাই) সকালে শহরটির রুজিন হাসপাতাল থেকে থানায় ফোন করে জানানো হয়, এক ব্যক্তি সেখানে ছুরি নিয়ে হামলা করেছেন। ওই হাসপাতালটি ১০০ বছরের পুরোনো।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালজুড়ে হুড়োহুড়ি। বহির্বিভাগের রোগীরা দৌড়াদৌড়ি করছেন। চিকিৎসকেরা রোগীদের হুইল চেয়ার ঠেলে ছুটছেন। এক চিকিৎসককে দেখা গিয়েছে, রোগীর শয্যা ঠেলতে ঠেলতে দৌড়চ্ছেন। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে রক্ত।
পুলিশ জানিয়েছে, হাসপাতালের আট তলায় এক ব্যক্তি বেশ কয়েক জন রোগীকে বন্দি করেন। হুমকি দেন খুন করবেন। পুলিশ তাকে ধরতে পাল্টা গুলি চালায়। পরে তাকে আটক করা হয়। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের অবস্থা স্থিতিশীল। রুজিন হাসপাতাল পুলিশ ঘিরে রেখেছে।
সূত্র:এনটিভি
Please follow and like us: