আশাশুনিতে নারিকেল ও তালচারা বিকরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে কৃষকদের ও কলেজে নারিকেল ও তালবৃক্ষের চারা বিতরণ করা হয়ছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ ও কলেজে এ চারা বিতরণ করা হয়।
বুধহাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃষকদের মাঝে চারা বিকরণ উদ্বোধন করেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। পরে বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে কলেজ কর্তৃপক্ষের হাতে চারা তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির উপ সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম।
Please follow and like us: