আশাশুনিতে অবৈধ বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত দু’ জনের মৃত্যু
জি এম মুজিবুর রহমান:
সাতক্ষীরার আশাশুনিতে অবৈধ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দু’ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১.২০ টার দিকে উপজেলার মাড়িয়ালা হাইসস্কুলের সামনের বিলে মোফাজ্জেল হোসেনের মাছের ঘেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘেরের পাশের প্রায় ৭০০ ফুট দূরে জনৈক আফছার সরদারের অটোমিল থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বৈদ্যুতিক মটরে পানি ঊঠানোর কাজ করা হতো।
ঘটনার সময় ঘেরের মুহুরি বৈকরঝুটি গ্রামের গফুর সরদারের ছেলে শামীম (৩৭) গোসল শেষে তার লুঙ্গি ঘেরের বাসার সামনে তারে শুকাতে দিচ্ছিলেন। অবৈধ বিদ্যুৎ লাইনের সাথে তাদের ব্যবহৃত তারে বিদ্যুৎযুক্ত হয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে ছটফট করলে ঘেরের কর্মচারী আঃ ছাত্তারের ভায়রা শ্রীকলস গ্রামের ওজিয়ার গাজীর ছেলে আলম (২৬) তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে আশাশুনি থেকে ফায়ার ব্রিগেট ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পরযন্ত ময়না তদন্তের লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে।
Please follow and like us: