ভোজ্যতেলে ভ্যাট সুবিধা বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নিউজ ডেস্ক:
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে বিদ্যমান পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট সুবিধার মেয়াদ তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সোমবার এনবিআরের ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে এই সুবিধা গত ৩০ জুন পর্যন্ত বহাল ছিল। বর্তমানে ভোজ্যতেলে শুধুমাত্র আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য রয়েছে।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে ওই সুবিধা বহাল রাখা হয়েছে। এর আগে গত ১৬ মার্চ এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পামওলিন তেলের ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়।
গত ১৪ মার্চ ভোজ্যতেলে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর। ওই আদেশ অনুসারে পরিশোধিত সয়াবিন ও পাম অয়েলে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল। নতুন আদেশের ফলে ওই সুবিধা আরও তিন মাস বহাল থাকল।