বুধহাটায় জিকেবিএসপি’র প্রদর্শনী পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জিকেবিএসপি প্রকল্পের আওতায় প্রদর্শনী পরিদর্শন করা হয়েছে। সোমবার (৪ জুলাই) ইউনিয়নের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করে উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসরাম।
বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের প্রসেনজিত ঘোষ রাজস্ব প্রদত্ত ব্রিধান ৮২ প্রদর্শণী ক্ষেতে চাষাবাদ করছেন। প্রদর্শনী পরিদর্শন করে আগাছা বাছাই কাজ তদারকি করেন তিনি। ইতিমধ্যে চাষীর রোপনকৃত ড্রাগন ফলের গাছে ফুল এসেছে। জি কে বি এস পি প্রকল্পের বুধহাটা গ্রামের নিলু দাশের বিনাধান ১৯ বøক প্রদর্শণী পরিদর্শণ করেন তিনি। এসময় তিনি আগাছা বাছাই করে রগিং করার পরামর্শ প্রদান করেন।
এছাড়া খরিপ-১ মৌসুমে বাস্তবায়িত নওয়াপাড়া গ্রামের চাষীদের অনাবাদি পতিত জমিতে বসতবাড়ির আঙ্গিনায় সবজির পুষ্টি বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে চাষীদের আগাছা বাছাই এবং মাচান সম্পন্ন করার পরামর্শ প্রদান করা হয়।