আশাশুনি শীতলপুরে লাল পতাকা টানিয়ে খাস জমির দখল মুক্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলা সদরের শীতলপুর গ্রামে লাল পতাকা উত্তোলন করে খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুরে শীতলপুর মৌজায় ১.০০ একর জমি দখলমুক্ত করা হয়।
শীতলপুর মৌজায় ১নং খতিয়ানে ৩৬ নং দাগে ১.০০ একর নদী ভরাটি জমি স্থানীয় লুৎফর রহমান ভোগ দখলিকার ছিলেন। পরবর্তীতে স্থানীয় ডাঃ আঃ বারী গাজী ২০১২ সাল হতে ২০২১ (বাং ১৪২৭ সন) পর্যন্ত দখলিকার ছিলেন। ১৪২৮ সালে লুৎফর রহমান সরকারের কাছে থেকে একসনা বন্দোবস্ত গ্রহন করেন। ডিসিআর এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জমি একসনা বন্দোবস্ত পেতে কয়েক ব্যক্তি আবেদন করেছেন।
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানার নির্দেশনা মোতাবেক সদর ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা সরেজমিন গমন করে এলাকার বহু মানুষের উপস্থিতিতে ৩৬ দাগের ১.০০ একর জমিতে লাল পতাকা টানিয়ে দখলমুক্ত করে জমি সরকারের অনুক‚লে নিয়েছেন।