“রেডিও নলতায় যোগাযোগ দক্ষতা বিষয়ক উৎকর্ষ অনুষ্ঠানের ২য় পর্ব অনুষ্ঠিত”
মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ থেকে :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন রেডিও নলতা ৯৯.২ এফ এম এর বাস্তবায়নে রেডিও নলতার স্টুডিওতে ২ জুলাই শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে উৎকর্ষ অনুষ্ঠানের ২য় পর্ব।
গ্যাপ ইন-এর পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর সহযোগিতায় যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে উৎকর্ষ অনুষ্ঠানের ২য় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) এবং প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক, মানবাধিকার কর্মী ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্পা গোস্বামী।
রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম হুসাইন এর সার্বিক ব্যবস্থাপনায় , কারিগরি সহযোগিতায় ইয়াসিন ইমতিয়াজ এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেডিও নলতার সহকারী স্টেশন ম্যানেজার মো. মামুন হোসেন।
কারিগরি সহযোগিতায় ছিলেন রেডিও নলতার ইয়াসিন ইমতিয়াজ।
Please follow and like us: