শিবপুর ও আগরদাড়ি ইউনিয়নে নানা আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ও আগরদাড়ি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়।
এ উপলক্ষে শুক্রবার (১ জুলাই) বিকালে নিলেখালী সার্বজনীন পূজা মন্দির চত্বর থেকে উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শতশত সব বয়সী নারী-পুরুষ জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নেন। রথ টেনে দুই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির চত্বরে এসে শেষ হয়।
পরে মন্দিরে আলোচনাসভা, ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এসময় আলোচকরা বলেন, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই রথযাত্রার আয়োজনে করে। আগামী শনিবার (৯ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।
এসময় উপস্থিত ছিলেন, নিলেখালী সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি দীপংকর সরকার, সাধারণ-সম্পাদক জয় বিশ্বাস, পুরোহিত কিনু পদ বিশ্বাস, সুবদ বিশ্বাস, রামপদ সরকার, ছস্টি সরকার, সহাদেব বিশ্বাস, গৌর পদ বিশ্বাস, নিমাই বিশ্বাস, বাবু পরিতোষ, মহাদেব বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, মিঠু বিশ্বাস প্রমুখ।