শিক্ষককে পিটিয়ে হত্যা: সেই ছাত্রের বাবা গ্রেফতার
নিউজ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রের বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম কামরুজ্জামান।
তিনি বলেন, শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার আসামি ছাত্র আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেফতার করা হয়। সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি জিতুকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
২৫ জুন দুপুরে সাভারের চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে কলেজের প্রভাষক উৎপলকে স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করে দশম শ্রেণির ছাত্র জিতু। এর পরদিন শিক্ষক উৎপল মারা যান। এ ঘটনায় আশুলিয়া থানায় জিতুকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো তিন-চারজনের নামে হত্যা মামলা করেন উৎপলের বড় ভাই অসীম কুমার সরকার।
কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মনির হোসেন বলেন, নবম শ্রেণিতে আমাদের এখানে ভর্তি হয়েছিল জিতু। এর আগে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার একটা মাদরাসায় পড়তো। সে ছাত্র হিসেবে খুবই দুর্বল প্রকৃতির। উচ্ছৃঙ্খলও। তার বিরুদ্ধে ইভটিজিংয়েরও অভিযোগ ছিল।