ইনিংস পরাজয়ের কাছাকাছি বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক:
ব্যাটারদের ব্যর্থতায় আবারো পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাকিব আল হাসানের বাহিনী। সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় ম্যাচে ইনিংস পরাজয়ের বেশ কাছাকাছি বাংলাদেশ! কারণ মাত্র ৪ উইকেট হাতে নিয়ে ইনিংস পরাজয় এড়াতে আরো ৪২ রান করতে হবে সফরকারীদের।
ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩২ রান। প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল গুটিয়ে গিয়েছিল ২৩৪ রানে। পরে ওয়েস্ট ইন্ডিজ ৪০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে নেয় ১৭৪ রানের লিড। যা টপকানোই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৪ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে তামিমদের কাছ থেকে যেটুকু ধৈর্য্য আশা করা হয়েছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং কেমার রোচের ইনসুইংগার-আউটসুইংগার বাছবিচার না করে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম।
আজ ম্যাচের চতুর্থ দিন ইনিংস পরাজয় এড়ানোর মিশনে ব্যাটিং শুরু করবেন নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ। সোহান ১৪ বলে ১৬ রান করে অপরাজিত রয়েছেন।
আর মিরাজ ১৩ বল মোকাবিলা করে এখনো রান করেননি। এ দুজনেই জুটিতেই ইনিংস পরাজয় এড়ানোর আশা বাংলাদেশের।