আশাশুনি উপজেলা ভূমি কমিটির সভা
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০.৩০ টায় বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা।
সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সহ- সভাপতি জি এম মুজিবুর রহমান, ঢালী সামছুল আলম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, এড. গোলাম গনি দুদু, আব্দুস সামাদ বাচ্চু, নিতাই ঢালী, শিক্ষক সেলিনা আক্তার, নূরুল হুদা, এম এম সাহেব আলি, শাহিনা আক্তার, কল্যানী রাণী সরকার, মর্জিনা খাতুন, নিরঞ্জন মাহাত, আব্দুল মান্নান, নাসির উদ্দিন ও উত্তরণ আশাশুনি ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ভূমিহীন অধিকার আদায়ে বাস্তবায়িত কর্মকান্ডের পর্যালোচনা, আশাশুনি শহর (বাজার), বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসে পানি উন্নয়ন বোর্ডের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধের বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Please follow and like us: