যশোরে র্যাবের অভিযানে ১ হাজার ৩শ ৯৫ পিস ইয়াবাসহ ১ জন আটক
শহর প্রতিনিধি:
যশোরে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যদের অভিযানে ১ হাজার ৩শ ৯৫ পিস ইয়াবা,২ টি মোবাইল ও ২ টি সিম কার্ড উদ্ধার সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ছবি:জব্দকৃত আলামত
আটক ব্যক্তির নাম মোঃ লিটন হোসেন (৩৯)। সে যশোরের ঘোপ এলাকার মৃত নওশের আলী লষ্করের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সাতক্ষীরা কোম্পানীর একটি অভিযানিক দল বুধবার সন্ধ্যায় যশোর জেলা সদরের ফতেপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী থানায় পাঠানো হয় এবং আসামীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।
Please follow and like us: