নৌ- পুলিশের অভিযানে ২০ হাজার রেনুপোনা উদ্ধার
অনাথ মন্ডল, শ্যামনগর :
সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে ২০ হাজার রেনু পোনা উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী নৌ পুলিশ। বুধবার ২২ শে জুন সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ খান শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ রেণুপোনা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান নৌ-পুলিশের এস আই নাজমুল হক।
তিনি আরো জানান নদীতে সকল ধরনের মাছ কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষেধ থাকলেও কিছু অসাধু জেলে নৌ-পুলিশের চক্ষ আড়ালে রেনু পোনা সংগ্রহ করে, এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল দশটায় খোলপটুয়া নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার গলদা রেণুপোনা উদ্ধার করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা জানাতে চাইলে নৌ পুলিশের এস আই নাজমুল সাংবাদিকদের বলেন নৌ- পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনে চলে যান রেনু সংগ্রহ কারী। তবে উদ্ধারকৃত রেণুপোনা সকাল ১১ টায় বুড়িগোয়ালিনী নৌ থানা সংলগ্ন খোলপেটুয়া নদীতে স্থানীয়দের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে।
Please follow and like us: