রামেক হাসপাতালে আগুন
নিউজ ডেস্ক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের পেছনে আগুন লেগেছে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, ভোরে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Please follow and like us: