কালিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা
Post Views:
৩৯৭
আরাফাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন, কৃষককে আধুনিক প্রক্রিয়ায় চাষাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদেরকে প্রযুক্তিগত ভাবে সহযোগিতা করতে পারলে কৃষক লাভবান হবে। দেশের অর্থনীতির চিত্র পাল্টে যাবে। কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য যে প্রকল্প শুরু হচ্ছে তাতে স্মার্ট কৃষি বাস্তবায়ন হবে। আমরা যদি জেগে উঠি তাহলে কালিগঞ্জ জাগবে। কৃষিবিপ্লব ঘটানোর মাধ্যমে অচিরেই কালিগঞ্জে কৃষিতে স্বর্ণযুগ আসবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন। কি নেট স্পিকার ছিলেন ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি। উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল্যাহ মামুন এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন. বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কুশুলিয়া ইউপি’র মেম্বর শেখ খায়রুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।