‘পাখি চুরি করিনি’ বলে হাউমাউ করে শিশুটি কাঁদলেও মন গলেনি তার
মাগুরার শ্রীপুরে টিয়া পাখি চুরির অভিযোগে জীবন বিশ্বাস নামে এক শিশুকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত নূর ইসলামকে আটক করেছে পুলিশ। ঘটনার তিনদিন পর শুক্রবার সন্ধ্যার পর আমলসার এলাকা থেকে তাকে আটক করা হয়। ৩৮ বছর বয়সী নূর ইসলাম একই এলাকার বশির শেখের ছেলে।
ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম আমলসার গ্রামে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।
স্থানীয়রা জানায়, টিয়া পাখি চুরির অভিযোগে ১৫ জুন শিশু জীবনকে রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করেন নূর ইসলাম। ‘পাখি চুরি করিনি’ বলে হাউমাউ করে চিৎকার দিয়ে কান্নাকাটি করলেও রেহাই পায়নি শিশুটি। এমনকি প্রত্যক্ষদর্শী সবার সামনে পেটানো হলেও নূর ইসলামের ভয়ে কেউ ঠেকাতে এগিয়ে আসতে সাহস করেনি।
নির্যাতনের শিকার জীবন বিশ্বাসের বাবা শাহাবুদ্দিন বিশ্বাস পেশায় ভ্যানচালক। ঘটনার পর মামলা করতে চাইলেও নূর ইসলামের ভয়ভীতির কারণে বাড়ি ফিরে যান। তিনি শুক্রবার বিকেলে থানায় মামলার পর সাংবাদিকদের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এরই মধ্যে নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।