শততম ম্যাচে এগিয়ে যেতে চায় শ্রীলংকা-অস্ট্রেলিয়া

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিরুদ্ধে শততম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম দুই ওয়ানডে শেষে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আগামীকাল মুখোমুখি হতে যাওয়া শততম ও সিরিজের তৃতীয় ম্যাচ জিতে এগিয়ে যেতে মরিয়া উভয় দলই।

কলম্বোতে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে তৃতীয় ওয়ানডে।

গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ঝড়ে প্রথম ওয়ানডেতে দারুণ এক জয়ের স্বাদ পেয়েছিলো অস্ট্রেলিয়া। সাত নম্বরে নেমে ৫১ বলে ম্যাক্সওয়েলের অপরাজিত ৮০ রানের সুবাদে  বৃষ্টি আইনে ২ উইকেটে ম্যাচ জিতেছিলো অসিরা। ৩০০ রানের বড় টার্গেট দিয়েও ম্যাচ হারতে হয় শ্রীলংকাকে।

তবে দ্বিতীয় ওয়ানডে ২২০ রানের মামুলি পুঁজি নিয়েও বোলারদের কল্যানে ২৬ রানে জয় পায় স্বাগতিক শ্রীলংকা।  অবশ্য ৩৪ ওভার পর্যন্ত ম্যাচ জয়ের পথেই ছিলো অস্ট্রেলিয়া। কিন্তু ১৯ রানে শেষ ৫ উইকেট হারালে ১৮৯ রানে থেমে যায় অস্ট্রেলিয়া  ইনিংস। বৃষ্টি আইনে ২৬ রানে ম্যাচ জিতে লংকানরা।

দ্বিতীয় ম্যাচে দলের সেরা স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে ছাড়াই মাঠে নেমেছিলো শ্রীলংকা। তৃতীয় ম্যাচেও অনিশ্চিত হাসারাঙ্গা। তবে হাসারাঙ্গার অনুপস্থিতিতে বল হাতে নিজেদের দায়িত্বটা ভালোভাবেই পালন করেন ধনাঞ্জয়া ডি সিলভা ও দুনিথ ওয়েলালাগে। দু’জনই ২টি করে উইকেট নেন। দলের জয়ে অবদান ছিলো দুই পেসার দুসমন্থ চামিরা ও চামিকা করুনারত্নেরও। চামিরা ২টি ও করুনারত্নে ৩টি উইকেট নেন।

বোলারদের পারফরমেন্সে খুশি শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটাররা আরো একবার জ্বলে উঠতে পারলে লিড নেয়া সহজ হবে বলে মনে করেন শানাকা।

তিনি বলেন, প্রথম ম্যাচে ব্যাটাররা ভালো করেছে, দ্বিতীয়টিতে বোলাররা। একত্রে দুই বিভাগ জ্বলে উঠলে, সিরিজে এগিয়ে যাওয়া কঠিন কিছু নয়। আশা করছি, জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ লিড নিতে পারবো আমরা।

শ্রীলংকা যখন একাদশ নিয়ে নির্ভার। তখন একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ইনজুরিতে দলের সেরা তারকারা ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন।

সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে ছিটকে পড়েন মিচেল স্টার্ক-মিচেল মার্শ ও কেন রিচার্ডসন। আর সিরিজ চলাকালীন ইনজুরির তালিকায় নাম লেখান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও স্পিনার অ্যাস্টন আগার। তাই একাদশ নিয়ে দুঃশ্চিন্তায় অস্ট্রেলিয়া।

দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ইনজুরিতে অনেকেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে যারা আছে, তাদের নিয়ে আমাদের লড়াই করতে হবে। দলের অন্যান্যরাও ভালো খেলার সামর্থ্য রাখে। তবে সিনিয়রদের আরো দায়িত নিয়ে খেলতে হবে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৯ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। অজিদের জয় ৬২টি ও শ্রীলংকার ৩৩টিতে। ৪টি ম্যাচে কোন ফল আসেনি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)