মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Post Views:
৩৩৫
নিজস্ব প্রতিনিধিঃ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া টিমের সদস্য নাভিন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং উম্মুল মুমিনিন হযরত আয়িশা রা. কে নিয়ে অত্যন্ত কুৎসিত মন্তব্য করার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন নেতৃত্বে ও সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ শারাফাত হোসেন।
এছাড়াও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবী। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি। অন্যথায় এর ফলে যেকোন অনাকঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার ভারতীয় সরকারকে নিতে হবে। নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহবান জানাচ্ছি। আমাদের জন্য আরো হতাশার বিষয় হলো, বাংলাদেশ সরকার এখনো নিরব ভূমিকা পালন করছে যা মুসলমানদের ক্ষুব্ধ করেছে। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান।