৪৮ দল ২০২৬ বিশ্বকাপের ১৬ ভেন্যু ঘোষণা, দেখে নিন এক নজরে
স্পোর্টস ডেস্ক:
২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো ১৫৮ দিন বাকি। এরই মধ্যে পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় হবে, সেটা আগেই জানা গিয়েছিল। গত রাতে জানা গেছে এই বিশ্বকাপের ভেন্যুও। তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে এই বিশ্বকাপ।
২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবলের বিশ্বআসরের চেহারা। শেষ কয়েকটি আসর বসেছিল ৩২ দল নিয়ে। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে ১৬টি, যার ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। খেলা হবে ৮০ ম্যাচ। সেজন্যে শেষ চারটি বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে ফিফাকে। খেলা হবে ১৬টি ভেন্যুতে।
আয়োজনের দায়িত্বে মেক্সিকো আর কানাডা থাকলেও যুক্তরাষ্ট্রই থাকছে মূল আয়োজক। সেখানে ১১টি ভেন্যু পেয়েছে বিশ্বকাপের দায়িত্ব। এরপর মেক্সিকোর ৩টি, আর কানাডার ২ স্টেডিয়ামে চলবে বিশ্বকাপের লড়াই।
তবে এত সব ভেন্যুর ভিড়ে জায়গা হয়নি ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালের ভেন্যু রোজ বোলের। আবেদন করেও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়নি ভেন্যুটি। তবে সেই শহরে ঠিকই খেলা হবে বিশ্বকাপের। বেছে নেওয়া হয়েছে সোফি স্টেডিয়ামকে।
এক নজরে ২০২৬ বিশ্বকাপের
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
জিলেট স্টেডিয়াম, বোস্টন, যুক্তরাষ্ট্র
এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র
এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক/ নিউজার্সি, যুক্তরাষ্ট্র
হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র
লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র
লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে, যুক্তরাষ্ট্র
লুমেন ফিল্ড স্টেডিয়াম, সিয়াটল, যুক্তরাষ্ট্র
এস্তাদিও আকরোন, গুয়াদালাহারা, মেক্সিকো
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
এস্তাদিও বিবিভিএ বানকোমার, মন্তেরেই, মেক্সিকো
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা
বিসি প্লেস, ভ্যানকুভার, কানাডা