খাজরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে কাপসন্ডা সরকারি প্রাইমারি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় পশ্চিম ফটিকখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ও দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে গদাইপুর প্রাথমিক বিদ্যালয় দল ৬-৫ গোলের ব্যবধানে ফটিকখালি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপর খেলায় তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দল ও পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। বিজয়ী দলের ফরোয়ার্ড রাসেলের দেওয়া একমাত্র গোলে তুয়ারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় দল বিজয় লাভ করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, উত্তম কুমার মন্ডল ও রাহুল সরকার।
খেলা শেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের ক্যাপটেন ও স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ট্রফি/পুরস্কার তুলে দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সেলিম, সোহাগ আলম, বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, প্রভাষক হাবিবুর রহমান, ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্চু, মফিজুল ইসলাম, রামপদ সানা, প্রভাতী যুব সংঘের সভাপতি মইনুল ইসলাম, ইউনিয়নের ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।