নওয়াবেকী-পাখিমারা নির্মিত ফেরিঘাটের সংযোগ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
অনাথ মন্ডল, শ্যামনগর :
সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেকী-পাখিমারা নবনির্মিত ফেরিঘাটের সংযোগ সড়কের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামনগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর নেতৃত্ব অভিযান পরিচালনা কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ বাবু, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ ও শ্যামনগর থানা-পুলিশের সদস্যরা।
অভিযান দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপকূলীয় এ অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্তে নওয়াবেকী-পাখিমারা ফেরিঘাট তৈরি হচ্ছে। বেশ কয়েকবার এসকল স্থাপনা মালিকদের সময় দেয়া হয়েছিল কিন্তু তারা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন বলেন, উপজেলার উপকূলীয় ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষ সহ পার্শ্ববর্তী উপজেলা কয়রা এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে নওয়াবেকী-পাখিমারা ফেরিঘাট নির্মিত হচ্ছে। ফেরিঘাটের সংযোগ সড়কের অবৈধ স্থাপনাগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা সরিয়ে না নেওয়ায় আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে দোকানমালিকদের সতর্ক করা হয়েছে। আবার দখল করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us: