সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া ও পরিচয়পত্র বিতরণ
ইব্রাহিম খলিল:
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২২ সালের পরিক্ষার্থীদের দোয়া ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক নাজমুল লায়লা বিথী সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, লিপিকা রাণী, কবির হোসেন, তৈয়েবুর রহমান, শামিম পারভেজ, ফারুক হোসেন এমএম নওরজ, রাবেয়া খাতুন, সাবিনা শারমিন, শাহিনা পারভিন, নাজমা খাতুন, সিরাজুল ইসলাম প্রমূখ।
প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
বিদায়ি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাউদা আফরিন আচল, মাসুমা আকতার রোশনী। বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা অভিভাবক ও আসন্ন ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিভিন্ন বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আক্তারুজ্জামান।
Please follow and like us: