মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনিঃ
আশাশুনি উপজেলার বুধহাটা বাজার বণিক সমিতির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দিবাগত রাতে বাজার খেয়াঘাট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক ঢালী ও বাপ্পীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম, উপদেষ্টা ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, উপদেষ্টা ও অবঃ সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমান। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, হোমিও চিকিৎসক অসীম ব্যানার্জী। অতিথিবর্গ বাজারের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সাথে সাথে বাজারের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাজারের শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাঘাত সৃষ্টি করতে কেউ কাজ করলে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি মমিনুল ইসলাম হুঁশিয়ারী উচ্চারণ করেন।