রতনপুরের গোয়ালপোতা বুড়ো শিব মন্দিরের কমিটি গঠন
অনাথ মন্ডল, শ্যামনগরঃ
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন এর গোয়লপোতা শিব মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ই জুন রোজ মঙ্গলবার বিকাল ৪টায় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা অধিবেশনের মধ্য দিয়ে উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বী সুধীবৃন্দের সম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংবাদিক পলাশ দেবনাথকে সভাপতি এবং সন্দ্বীপ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ২৩জনকে উপদেষ্টা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি প্রভাষক বাবু সনদ কুমার, সাতক্ষীরা জেলা শাখার হিন্দু মহাজোট সভাপতি বাবু মিলন বিশ্বাস, এম আলী আল রাজি টোকন ইউপি চেয়ারম্যান ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদ, ইউপি সদস্য বাবু সুপেন মন্ডল প্রমূখ।
Please follow and like us: