সাতক্ষীরার কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শহীদুজ্জামান শিমুল:
সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে৷
বুধবার (১৫ জুন) ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিমিয়ার ছাত্র সংঘের” ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও কেক কেটেন। এ সময় স্বেচ্ছাসেবকদের মাঝে সন্মাননা স্বারক প্রদান করা হয়।
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে ও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস৷
এর আগে প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির নেতৃত্বে পাবলিক ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় গিয়ে শেষ হয়৷ আলোচনায় সভায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত অধ্যাক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ কামাল রেজা৷
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন,অবঃ শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক ইমাদুল হক, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি মোঃ আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ, আশিকুজ্জামান,আজমল হোসেন, রাসেল কবীর, তৌহিদুজ্জামান,রোকনুজ্জামান সাংবাদিক ফারুক হোসেন রাজু মোঃ তরিকুল ইসলাম, মোঃ দেলাওয়ার হোসেন সহ ১২ টি ইউনিয়ন ও মূল কমিটির সকল সদস্যরা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস তরুণ ছাত্রদের এভাবে সামাজিক অঙ্গনে স্বেচ্ছাসেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়ে প্রিমিয়াম ছাত্রসংঘের মঙ্গল কামনায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন৷
Please follow and like us: