সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন সিভিল সার্জন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২২ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৯ টায় শহরের পলাশপোলস্থ সূর্যের হাসি ক্লিনিকের (সূর্যের হাসি নেটওয়ার্ক) সাতক্ষীরার আয়োজনে সূর্যের হাসি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে শিশুদের ভিটামিন “এ” প্লাস খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক জগদীশ চন্দ্র হালদার, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মো. মফিকুল ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল স্পেশালিস্ট ডা. সাবেরা সুলতানা, মেডিকেল স্পেশালিস্ট ডা. মোহাম্মদ মাসুদুর রশিদ, মেডিকেল স্পেশালিস্ট ডা. সোহানা আক্তার, মেডিকেল স্পেশালিস্ট ডা. সর্বজিত আনোয়ার কামাল, কাস্টমার রিলেশন অফিসার গীতা রায়, মাশকুরা খাতুন, জাকিয়া সুলতানা, দীপ্তি গোয়াল, ইফাত আরা, ফেরদৌসী খাতুন প্রমুখ।
এ সময় সূর্যের হাসি ক্লিনিক (সূর্যের হাসি নেটওয়ার্ক এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।