খলিষখালীতে জনশুমারী কর্মকর্তা রাত্না সিংহকে বিদায়ী সংবর্ধনা
স্টাফ রিপোটার:
তালার খলিষখালীতে ডিজিটাল জনশুমারীর জোনাল কর্মকর্তা রত্না সিংহ’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে খলিষখালী কারিগরি কলেজের প্রশিক্ষণ কেন্দ্রে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
৯ জুন থেকে শুরু হয়ে ১২ জুন পর্যান্ত এই চারদিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি হয় আজ । প্রশিক্ষনে ৯জন সুপারভাইজার সহ মোট ৬৫ জন গননাকারী অংশ নেয়। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন,আইটি অফিসার শিমুল ঘোষ, সুপারভাইজার আব্দুল্লাহ আল আমিন রনি, নারায়ন হোড়, তাপসী ব্রহ্ম, কল্যান হালদার, সাংবাদিক কিশোর কুমার, অমিও কুমার দাশ প্রমুথ ।
এসময় রত্না সিংহ বলেন, জননেত্রী শেখ হাসিনাদেশের জনগনের ভাগ্য উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের মানুষের প্রকৃত অবস্তা সম্পর্কে জানার জন্য এই ডিজিটাল জনশুমারী ও গৃহগনার কার্যক্রম। তাই মানুষের প্রকৃত তথ্য তুলে দেশের অর্থনৈতিক পেক্ষাপট সম্পর্কে সরকারকে সহযোগীতার জন্য প্রশিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।
Please follow and like us: