রোনালদোর বিপক্ষে ধর্ষণ মামলার চূড়ান্ত রায় প্রকাশ
স্পোর্টস ডেস্ক :
এ যেন এক বিরাট স্বস্তি। রীতিমতো হাঁফ ছেড়ে বাঁচলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার ঘাড় থেকে যে নেমে গেল এক কলঙ্কের বোঝা। তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলা খারিজ করে দিয়েছে আদালত।
এর আগে ক্যাথরিন মায়োরগা নামে এক মহিলা রোনালদোর বিরুদ্ধে এই মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, ২০০৯ সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলে রোনালদো তাকে শারীরিক নির্যাতন করেছিলেন।
১৩ বছর আগের সেই ‘ঘটনা’ নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে লাস ভেগাসের আদালত। শুধু তাই নয়, ৪২ পাতার রায়ে বিচারপতি জেনিফার ডরসি অভিযোগকারী মহিলার আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন। আদালতের বক্তব্য, অভিযোগকারী মায়োরগার আইনজীবীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করেছেন।
এটি ২০০৯ সালের ‘ঘটনা’ হলেও গত বছর সেপ্টেম্বরে রোনালদোর বিরুদ্ধে আদালতে যান মায়োরগা। এত বছর পরে হঠাৎ কেন মামলা করেছিলেন, সেই প্রশ্নের জবাবে মায়োরগা তখন বলেছিলেন, ‘ঘটনার’ পরে পরেই তিনি প্রথমে রোনালদোর সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন।
মায়োরগা আরো জানিয়েছিলেন, ৩ লক্ষ ৭৫ হাজার ডলারে ঘটনাটির রফা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এরপর তিনি প্রচণ্ড ভেঙে পড়েন, যার ফলে আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারেননি এবং এত বছর পরে মামলা করেন।
আদালতে মায়োরগাদের কোনো অভিযোগ, বক্তব্য বা যুক্তিই ধোপে টেকেনি। বিচারপতি ডরসি মায়োরগার আইনজীবীদের প্রচণ্ড ভর্ৎসনা করে মামলা খারিজ করে দেন। আর কলঙ্ক থেকে মুক্তি পান রোনালদো।