ব্রিজ ধসে ঢালাইয়ের নিচে পড়ল নির্মাণ শ্রমিক, ৬ ঘণ্টার পর লাশ উদ্ধার
নিউজ ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন ব্রিজ ধসে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বিকেল ৩টার দিকে ঢালাই কাজ চলাকালে ব্রিজটি ধসে পড়ে। এতে ১০ শ্রমিক আহত ও একজন নিখোঁজ ছিলেন।
নিহত লিয়াকত আলী সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাকলোহা গ্রামের সাত্তার প্রামানিকের ছেলে।
জানা গেছে, ৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) উপজেলার বক্তারপুর-মোহানী সড়কের সুবদিয়া ব্রিজটি নির্মাণ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এমটিবি ও এমএমই’ কনস্ট্রাকশন ফাম যৌথ ভাবে ব্রিজটি নির্মাণ করছে। ২০২১ সালের প্রথম দিকে কাজ শুরুতে হলে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ উঠে।
মঙ্গলবার দুপুরে গার্ডারে ঢালাই চলছিল। ওই সময় ব্রিজের ওপরে ৬ জন এবং নিচে ও আশপাশে আরো ৫-৭ শ্রমিক কাজ করছিলেন। দুপুর থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে ৩টার দিকে ঢালাইসহ গার্ডার ভেঙে পড়ে। শ্রমিকরা লাফালাফি করে ব্রিজ থেকে নামতে পারলেও একজন লিয়াকত ঢালাইয়ের নিচে চাপা পড়ে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে বিকেলে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ৯টার দিকে নিহতের লাশ উদ্ধার হয়।