শ্যামনগরে বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা তৈরির দাবীতে মানববন্ধন
Post Views:
২৭৪
অনাথ মন্ডলঃ
স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)’র উদ্যোগ ও বাস্তবায়নে শ্যামনগরে বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান তৈরির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যেখানে-সেখানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।
দোকানীদের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় দোকানের প্রতিদিনের বর্জ্য ফেলছে উপজেলা পরিষদ চত্বরে কিংবা রাস্তার পাশ বা যমুনা নদীতে। এতে শ্যামনগর উপজেলা পরিষদের মধ্যে সহ সড়কের পাশে তৈরি হয়েছে ছোট–বড় ময়লার স্তুপ। একই সাথে বাজারের ময়লায় ভরাট হচ্ছে শ্যামনগর সদরের উপর দিয়ে বয়ে যাওয়া আদি যমুনা নদী। প্লাস্টিক সামগ্রী, কাঁচের বোতল, পলিথিন, কাপড় চোপড় সহ বিভিন্ন ধরনের সামগ্রীতে ভরে গেছে আদি যমুনা। যা পরিবেশ ও জীববৈচিত্র্যকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছে। তাছাড়া পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিবছর বর্ষাকালীন সময়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এসব স্থানে দুর্গন্ধ সঙ্গী করেই পথ পার হতে হচ্ছে পথচারীদের।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারী সিডিও ইয়ুথ টিম, উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র, উপজেলা নাগরিক সুরক্ষা কমিটির এবং স্থানীয় সুশীল সমাজের মানুষেরা বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা তৈরির দাবীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দেন।
তারা আবেদন পত্রে উল্লেখ করেন, শ্যামনগর বাজারে ময়লা-আবর্জনা নিয়ে এই বিব্রতকর অবস্থা চলছে বছরের পর বছর। তারা বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সভা এবং আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপনের মাধ্যমে খাস জমি বরাদ্ধ দিয়ে বাজারের ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা তৈরির জন্য অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিক, উপজেলা নাগরিক সুরক্ষা কমিটির সভাপতি সাংবাদিক এসকে সিরাজ,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরান, উপজেলা জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সিডিও ইয়ুথ টিমের সদস্য সচিব আনিসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ,আহবায়ক কমিটির সদস্য জগবন্ধু কয়াল সদর ইউনিটের সাবেক সভাপতি আনিসুর রহমান মিলনসহ সচেতন নাগরিক বৃন্দ।