সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মামুন হত্যাসহ ২২টি মামলার আসামী সন্ত্রাসী মাসুদ গ্রেপ্তার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
ছাত্রলীগ নেতা সিটি কলেজের প্রভাষক মামুন হত্যা, নাশকতা, চাঁদাবাজি ও ছিনতাইসহ ২২ টি মামলার আসামী মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের তাইজেল হোসেনের ছেলে।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, ধুলিহর, ব্রহ্মরাজপুর, এলারচরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগেহ ও ২০১৩-১৪ সালে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগে ১৮টি মামলা রয়েছে মাসুদ এর বিরুদ্ধে।
এ ছাড়া ২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারি সাতক্ষীরা সিটিি কলেজ ছাত্রলীগের নেতা প্রভাষক মামুন হত্যা মামলার এজাহার ও চার্জশীটভুক্ত আসামী মাসুদ। চলতি বছরে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে গত পহেলা জুন ওমরাপাড়ার আব্দুল হামিদ, বালুইগাছার রোজিনা খাতুনের জিআর ৪৪১ ও ব্রহ্মরাজপুরের রবিউল ইসলাম সদর থানায় ৪৪২ নং মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আব্বাস আলী জানান, ওমরাপাড়ার আব্দুল হামিদের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুদকে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদেরে সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।