অস্বাস্থ্যকর পরিবেশে উদয় মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি তৈরির অভিযোগ
ফারুক সাগর ,তালা :
তালার খলিষখালী ইউনিয়নের দলুয়া বাজারে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগ উঠেছে উদয় মিষ্টান্ন ভান্ডার নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে । সরজমিনে গেলে দেখা যায় একটি ভাঙ্গাচুরা ঘরে বদ্ধ ও নোংড়া পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি । এছাড়া ভেজাল দুধ আর ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
তারা জানান, প্রায় এক যুগ ধরে বাজারে মিষ্টির দোকানে ব্যবসা পরিচালনা করে আসছে উদয়। বর্তমানে সময় দ্রব্য মুল্যের উদ্ধগতির কারনে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ভোজাল মিষ্টি তৈরি করছে সে। এ নিয়ে একাধিক বার বলার পরেও সে নোংড়া পরিবেশে মিষ্টি তৈরি করছে। উপায় না পেয়ে আমরা সাংবদিকদের দারস্থ হয়েছি।
বিষয়টি নিয়ে ওই মিষ্টির দোকান মালিক উদয় রায়ের সাথে কথা বললে তিনি জানান, গুটিকয়েক লোক ব্যবসায়িক শত্রুতার কারনে আমার নামে মিথ্যে বদনাম করছে। তবে তিনি অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি স্বীকার করে সাংবদিককে ম্যানেজ করার ব্যার্থ চেষ্টা করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, বিষয়টি খোঁজ খবর দিয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Please follow and like us: