শ্রীউলার প্যারালাইজড আহম্মদ এর মাথা গুজার ঠিকানাও নড়বড়ে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে প্যারালাইজড অসহায় আহম্মদ আলি মোল্যা চরম অবহেলা ও অনিশ্চয়তার মধ্যদেিয় ভাঙ্গা ঘরে বসবাস করে আসছেন। বসবাসের অযোগ্য ঘরটি কখন মাথার উপর ভেঙ্গে পড়ে জীবন প্রদীপ নিভে যায় সে দুশ্চিন্তায় তারা অসহয়াত্বের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে।
শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের আহম্মদ আলি (৬২) এর আপন বলতে বর্তমানে স্ত্রী আর মেয়ে রয়েছে। ছেলেরা যারা বড় তারা আর বাবাকে দেখেনা। স্ট্রোকের কারণে ১০ বছর ধরে প্যারালাইজড এর শিকার আহম্মদ আলি মোল্যা অতি কষ্টের মধ্যে অসহায় স্ত্রী-কন্যার ঘাড়ের বোঝা হয়ে পড়েছেন। দৈনন্দিন খাদ্য যোগান দেওয়া যেখানে দুরুহ, সেখানে বসবাসের ঘর ঠিক করার সামর্থ কোথায়।
তাই কোন রকমে বসবাসের জন্য নির্মান করে মাথা গোজার ঠাই করে নেওয়া ঘরের ভিতরে বৃষ্টি আসলে পানির ¯্রােত বয়ে যায়। বলতে গেলে বাইরে না যতটুকু পানির প্রভাব ভিতরে তার থেকেও যেন বেশী হয়ে থাকে। কেবল বৃষ্টিবাদল নয়, রে্যৗদ্রের প্রখর তাপেও তাদেরকে পুড়তে হয়। ছাউনির জন্য ব্যবহৃত টিন তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। একটি টিনও ভালো নেই। বাধ্য হয়ে বৃষ্টির পানি থেকে বাচতে পলিথিনই একমাত্র ভরসা তাদের। তাও জোর বৃষ্টি ও ঝড়ের সময় ঠিকঠাক কাজে আসতে চায়না।
ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অসহায় পরিবারের আকুল আবেদন, তাদের অন্তত বসবাসের নিশ্চয়তার ব্যবস্থা করা হোক।
সহৃদয় ব্যক্তিবর্গ তাদের পাশে দাঁড়াতে চাইলে অনুগ্রহ করে যোগাযোগ করতে পারেন, ০১৯১৮-৮২৫৪৪৮।